free tracking

My Blog

My WordPress Blog

টিউশনি করতেন সারজিস, মাসিক আয় লক্ষ টাকা!

টিউশন পেশা শুধু শিক্ষাদানের মাধ্যম নয়, সঠিক পরিকল্পনা থাকলে এটি থেকে ভালো আয়ও করা সম্ভব। তারই উদাহরণ সমন্বয়ক সারজিস আলম, যিনি টিউশনি করে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করেছেন এবং সেই অর্থের একটি বড় অংশ ভ্রমণে ব্যয় করেছেন।

সারজিস জানান, তার টিউশন ক্যারিয়ার শুরু হয় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে, যখন প্রথম মাসে তিনি ৪ হাজার টাকা পান। তবে ধীরে ধীরে তার শিক্ষার্থী সংখ্যা বাড়তে থাকে, একসময় তা ৫-৭ জনে পৌঁছায়। মাসে ৫০-৬০ হাজার টাকা তার গড় আয় হলেও সর্বোচ্চ এক মাসে তিনি ১ লাখ টাকা পর্যন্ত উপার্জন করেছেন।

তিনি বলেন, “টিউশনের প্রথম উপার্জনের কিছু অংশ মায়ের হাতে দিয়েছিলাম, কিছু অংশ দিয়ে ঘুরতে গিয়েছিলাম। এরপর টিউশনের টাকায় বাংলাদেশের ৫০টিরও বেশি জেলা ঘুরেছি।”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/166KHjfwuu/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *