free tracking

My Blog

My WordPress Blog

সিন্ডিকেটের কারণে দল পাচ্ছে না লিটন দাস ও মুস্তাফিজ!

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দলবদল সম্পন্ন হলেও ওপেনার লিটন দাস ও পেসার মোস্তাফিজুর রহমান কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেননি। দুই দিনব্যাপী দলবদলের এই প্রক্রিয়ায় ১৬৫ জন ক্রিকেটার দল খুঁজে পেলেও লিটন ও মোস্তাফিজের মতো তারকারা এখনো অনিশ্চয়তায় রয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, লিটন দলবদলের জন্য টোকেন সংগ্রহ করলেও তার চাওয়া ৬০ লাখ টাকা পারিশ্রমিক দিতে কোনো ক্লাবই রাজি হয়নি। তবে যদি তিনি ১২ লাখ টাকায় রাজি হন, তাহলে একটি ক্লাব তাকে নিতে পারে বলে জানা গেছে। অন্যদিকে, মোস্তাফিজ নিয়েও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে, কারণ ক্লাবগুলো তার পারিশ্রমিকের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না।

চলতি মৌসুমে দলবদলে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে, ক্লাবগুলোর ‘সিন্ডিকেট’ নীতির কারণে অনেক ক্রিকেটারের পারিশ্রমিক ৫০–৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে। গত মৌসুমে যারা ৬০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছিলেন, তারা এবার ১৫ লাখ টাকাতেও দল পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নীরব ভূমিকা ক্রিকেটারদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রিকেটার জানান, ‘এবার যা ঘটছে, তা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। আমরা সারা বছর এই লিগের ওপর নির্ভর করি, অথচ এখন দলই পাচ্ছি না। পেলেও পারিশ্রমিক খুবই কম। সিন্ডিকেটের বিরুদ্ধে কেউই কথা বলছে না, যা আমাদের জন্য দুঃখজনক।’

অবশেষে কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটারই কম পারিশ্রমিকে দলবদল করতে বাধ্য হচ্ছেন। শেষ মুহূর্তে মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনী দল গঠন সম্পন্ন করলেও পুরো দলবদল প্রক্রিয়ায় অর্থনৈতিক সংকট ও অনিশ্চয়তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *