free tracking

My Blog

My WordPress Blog

রাজশাহীতে হাসপাতালে গিয়ে তিন বৈষম্যবিরোধী নেতাসহ অবরুদ্ধ ৪, যৌথবাহিনীর উদ্ধার

রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক কেন্দ্রীয় সমন্বয়কসহ চারজনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এর দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে যৌথবাহিনী।

অবরুদ্ধ হওয়া চারজন হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জি কে এম মেশকাত চৌধুরী মিশু, সংগঠনের জেলা কমিটির মূখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী ও ছাত্রনেতা আল-সাকিব। এদের মধ্যে মিশু ও সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আব্দুল বারী ও সোহাগ সরদার রাজশাহী কলেজে অধ্যয়ন করছেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। তবে পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ কেউ করেনি।

এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়ক মেশকাত জানান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মালিকানাধীন হাসপাতালটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করার অভিযোগ পান তারা। পরে সে বিষয়ে তথ্য সংগ্রহে সেখানে যান তারা। এ সময় প্রতিষ্ঠানে কর্মরত দলীয় ও স্থানীয় কিছু নেতাকর্মী মব তৈরি করে আমাদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সামাজিকমাধ্যমে ছড়ানো হয়। এর বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়া হবে।

এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বেলাল উদ্দিন জানান, সাবেক সমন্বয়করা গতকাল সোমবারও কলেজে এসেছিলেন। মঙ্গলবার তাদের আমার সঙ্গে বৈঠকের কথা ছিল। কিন্তু তারা আমার সঙ্গে দেখা না করেই চেয়ারম্যানের কাছে যান। এ সময় খানিকটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে কলেজের শিক্ষার্থীরা সাবেক সমন্বয়কদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, অবরুদ্ধদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *