free tracking

My Blog

My WordPress Blog

পিএসএলের সূচি চূড়ান্ত, নাহিদ-লিটন-রিশাদদের ম্যাচ কবে-কখন

অবশেষে চূড়ান্ত হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর সূচি। আসরের দশম সংস্করণ শুরু হবে ১১ এপ্রিল, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী ম্যাচ, আর ফাইনাল আয়োজন করা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এছাড়া করাচি ও মুলতান থাকছে অন্যান্য ভেন্যুর তালিকায়।

ভেন্যু এবং ম্যাচ সংখ্যা

পিএসএলের এবারের আসরে লাহোরে সর্বোচ্চ ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। করাচি ও মুলতানে হবে ৫টি করে ম্যাচ, আর রাওয়ালপিন্ডিতে মোট ১১টি ম্যাচ আয়োজিত হবে।

বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ সূচি

এই আসরে বাংলাদেশি তিন ক্রিকেটার অংশ নিচ্ছেন—রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স), নাহিদ রানা (পেশোয়ার জালমি) এবং লিটন দাস (করাচি কিংস)। তাদের ম্যাচসূচি নিম্নরূপ:ক্রিকেট বই

লাহোর কালান্দার্স (রিশাদ হোসেন): ১১, ১৫, ২২, ২৪, ২৬, ৩০ এপ্রিল এবং ১, ৪, ৯ মে।

পেশোয়ার জালমি (নাহিদ রানা): ১২, ১৪, ১৯, ২১, ২৪, ২৭ এপ্রিল এবং ২, ৫, ৮, ৯ মে।

করাচি কিংস (লিটন দাস): ১২, ১৫, ১৮, ২০, ২১, ২৫ এপ্রিল এবং ১, ৪, ৮, ১০ মে।

বাংলাদেশি ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ ম্যাচ

আরও পড়ুন:

কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান

আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান

বাংলাদেশি সমর্থকদের বাড়তি আগ্রহ থাকবে কিছু বিশেষ ম্যাচের দিকে, যেখানে বাংলাদেশি ক্রিকেটাররা একে অপরের বিপক্ষে খেলবেন:

১৫ এপ্রিল: করাচি কিংস (লিটন) বনাম লাহোর কালান্দার্স (রিশাদ)

২১ এপ্রিল: করাচি কিংস (লিটন) বনাম পেশোয়ার জালমি (নাহিদ)

২৪ এপ্রিল: লাহোর কালান্দার্স (রিশাদ) বনাম পেশোয়ার জালমি (নাহিদ)

৪ মে: করাচি কিংস (লিটন) বনাম লাহোর কালান্দার্স (রিশাদ)

৮ মে: করাচি কিংস (লিটন) বনাম পেশোয়ার জালমি (নাহিদ)

৯ মে: লাহোর কালান্দার্স (রিশাদ) বনাম পেশোয়ার জালমি (নাহিদ)

প্লে-অফ এবং ফাইনাল

লিগ পর্বের খেলা শেষ হবে ১০ মে। এবার মাত্র তিন দিন ডাবল হেডার রাখা হয়েছে। এরপর প্লে-অফের লড়াই শুরু হবে ১৩, ১৪ ও ১৬ মে। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পিএসএল ২০২৫-এর এই সূচি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনার হতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে দর্শকদের আগ্রহ থাকবে তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *