free tracking

My Blog

My WordPress Blog

আমিও আল্লাহর ভক্ত, আজান শুনলেই গায়ে কাঁটা দেয়: সৌমিতৃষা কুণ্ডু

ভারতের অভিনেত্রী জন্মদিনে মা-বাবার সঙ্গে বৃন্দাবন পাড়ি দিয়েছিলেন সৌমিতৃষা কুণ্ডু । আর সেখান থেকেই কখনও বাঁকে বিহারী মন্দিরে ঝাড়ুসেবা দিয়ে আবার কখনও বা ধামে গিয়ে শিবরাত্রি পালন করে নেটপাড়ার তরফে ‘সংস্কারিকন্যা’র তকমা পেয়েছেন দর্শকদের প্রিয় ‘মিঠাই’।

সোশাল মিডিয়ায় সেসব ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই পোস্টের কমেন্ট বক্সে এক মুসলিম ধর্মাবলম্বী অনুরাগী ভালোবাসা জানাতেই পালটা সম্প্রীতির বার্তা দিলেন সৌমিতৃষা।

মিঠাই রানির শিবরাত্রির ভিডিও দেখে ওই ভক্ত লিখেছিলেন, ‘আমি যদিও মুসলিম, তবে আপনার খুব বড় ভক্ত। ঈশ্বরের প্রতি আপনার এমন ভক্তি, শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল। আমি আল্লার কাছে দোয়া করব, যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভালো রাখেন। আমিন, বাংলাদেশ থেকে ভালোবাসা। কাকু-কাকিমাকে আমার সালাম।’

অনুরাগীর সেই কমেন্ট নজর এড়ায়নি সৌমিতৃষার। পালটা প্রতিক্রিয়া দিয়ে অভিনেত্রী লিখলেন, ‘আমিও আল্লার ভক্ত। আমার কানে যখনই আজানের শব্দ আসে, আমার গায়ে কাঁটা দেয়। আপনাকেও ওয়ালিকুম সালাম।’ মিঠাইয়ের সম্প্রীতির বার্তা দেখে সোশালপাড়াও ততোধিক উচ্ছ্বসিত। আবারও ভক্তদের মন জিতে নিলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *