বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন, আইপিএলের কয়েকটি দল মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে আগ্রহী। সেজন্য নাকি বিসিবির কাছে এনওসি চেয়েছেন টাইগার পেসার। তবে এই বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে বিসিবি। তবে এমন কোনো কিছু হলে এনওসি পেতে মুস্তাফিজের সমস্যা হবে না বলে জানিয়েছে বিসিবি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস।
মুস্তাফিজের আইপিএলে যাওয়ার প্রসঙ্গে নাফিস বলেন, ‘মুস্তাফিজের আইপিএল খেলা কিংবা এনওসি চাওয়া সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই।’
আইপিএলে এক প্রকার নিয়মিত মুখ মুস্তাফিজ। লম্বা সময় ধরে বিশ্বের সবচেয়ে সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তিনি। সাকিব আল হাসানের পর আইপিএলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ।
গত আসরে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন টাইগার এ পেসার। দলটির হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন মুস্তাফিজ। দুর্দান্ত বোলিং করে ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকদের বেশ প্রশংসা পেয়েছিলেন জাতীয় দলের এ পেসার। কিন্তু সবশেষ আইপিএলের নিলামে মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তবে দেশের ক্রিকেটে গুঞ্জন, মুস্তাফিজকে পেতে আগ্রহী বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভালো করতে পারেননি মুস্তাফিজ। চলমান ডিপিএলেও কোনো দলের হয়ে খেলছেন না টাইগার এ পেসার।
Leave a Reply