ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৫-এ নিজের অফ-ফর্মের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থতার পর এবার রাগ নিয়ন্ত্রণেও ব্যর্থ হলেন তিনি!
অফ-ফর্মের ধাক্কাঅগ্রণী ব্যাংকের বিপক্ষে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে নেমে ৫১ বলে মাত্র ২০ রান করেন শান্ত। তার ধীরগতির ইনিংস দেখে হতাশ দর্শকরা রীতিমতো বকাঝকা শুরু করেন। এরপর নাইম হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাকে।
রাগের বহিঃপ্রকাশআম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শান্ত। আউট হওয়ার পর পপিং ক্রিজ ছেড়ে কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলান। তবে মাঠ ছাড়ার সময় হাতে থাকা হেলমেট ছুড়ে ফেলেন রাগের বশে! দর্শকরা তার এই আচরণে হতবাক হয়ে যান।
ক্যাপ্টেনসির চাপ?দীর্ঘদিন ধরেই শান্তর ব্যাটে রান নেই। অধিনায়ক হয়েও সামনে থেকে দলকে টানতে পারছেন না, যা তার মানসিক অবস্থাকে আরও চাপে ফেলছে। অনেকেই মনে করছেন, শান্তকে ক্যাপ্টেনসির চাপ থেকে মুক্ত করে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে খেলানো উচিত।
Leave a Reply