গাজীপুরের টঙ্গীতে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে স্থানীয় এরশাদনগর এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত সাকিবা (১৬) খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বটিয়াঘাটা গ্রামের সাজ্জাদ হোসেনের মেয়ে। তারা এরশাদনগর ৩ নং ব্লকের আজিজুল ইসলামের বাড়ির ভাড়া বাসায় পরিবারের সাথে থাকত।
সাকিবা দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বিকেল ৫টার দিকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সাকিবা। পরে আশপাশের লোকজন সাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সকিবার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply