free tracking

My Blog

My WordPress Blog

পবিত্র কাবায় ঘটল একটি অনন্য ঘটনা, যা আগে কখনো দেখা যায়নি!

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মসজিদ কাবায় এবার ঘটেছে এক বিরল ঘটনা। চলতি রমজান মাসের প্রথম ১০ দিনে কাবায় এসেছেন রেকর্ড আড়াই কোটি মুসল্লি। এর আগে কোনো বছর রমজানের প্রথম ১০ দিনে কাবায় এত বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটেনি।

কাবা ও মসজিদে নববীর তত্ত্বাবধানে নিয়োজিত সৌদি সরকারের সংস্থা “দ্যা জেনারেল প্রেসিডেন্সি” শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রমজানের প্রথম ১০ দিনে ওমরাহ পালন করেছেন ৫ কোটি ৫০ লাখ মুসল্লি, যা একটি নতুন রেকর্ড।

রমজান মাসে এমনিতেই সৌদি আরবে ওমরাহ যাত্রীদের ভিড় বেশি থাকে। তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের রমজানে মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি। এই ভিড় সামাল দিতে এবং কাবা চত্বরের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনও তৎপর রয়েছে।

মুসল্লিদের সহযোগিতা ও সেবা দিতে কাবা চত্বর ও তার চারপাশে ১১,০০০-এর বেশি কর্মী মোতায়েন করেছে দ্যা জেনারেল প্রেসিডেন্সি। এছাড়া, কাবা এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি অতিরিক্ত ৪,০০০ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

এদের কাজ তদারকি করতে ৩৫০ জন ব্যবস্থাপকও নিয়োজিত রয়েছেন। মুসল্লি এবং ওমরাহ যাত্রীদের আযান, খুতবা ও নামাজের সুবিধার জন্য ৮,০০০-এর বেশি স্পিকার স্থাপন করা হয়েছে কাবা চত্বরে। সেই সঙ্গে, চত্বর আলোকিত রাখতে ১,২০,০০০-এর বেশি বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয়েছে।

রমজানের এই ব্যতিক্রমী ভিড় সামাল দিতে সৌদি কর্তৃপক্ষের এতো প্রস্তুতি প্রশংসার দাবি রাখে। মুসল্লিদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতাও চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *