free tracking

My Blog

My WordPress Blog

২৩৮ জনকে ন্যাড়া করে দেশ থেকে বের করে দিলেন ট্রাম্প, নিন্দার ঝড়!

গতকাল রোববার (১৬ মার্চ) ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ভেনিজুয়েলার একটি গ্যাং ‘ট্রেন ডি অ্যারাগুয়া’র (টিডিএ) ২৩৮ সদস্যকে পাঠানো হয় এল সালভাদরে। পরে ৪০ হাজার বন্দি ধারণক্ষমতা সম্পন্ন একটি কারাগারে স্থানান্তর করা হয় তাদের। এ তথ্য পৃথকভাবে নিশ্চিত করেছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় রোববার সকালে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সামাজিক মাধ্যমে জানান, ভেনিজুয়েলার গ্যাংয়ের ২৩৮ জন সদস্য তার দেশে পৌঁছেছেন। তালিকায় আন্তর্জাতিক গ্যাংগোষ্ঠী ‘এমএস-১৩’ এর আরও ২৩ সদস্য থাকার কথাও নিশ্চিত করেন তিনি।

গত শুক্রবার (১৪ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭৯৮ সালের ‘অ্যালিয়েন এনিমিস অ্যাক্ট’ প্রয়োগ করে ‘ট্রেন ডি অ্যারাগুয়া’র সদস্যদের দ্রুত প্রত্যর্পণ করার ঘোষণা দেন। তবে এর একদিন পর ওয়াশিংটন ডিসির একজন ফেডারেল বিচারক ১৪ দিনের জন্য ওই আইনটির প্রয়োগ স্থগিত করে দিয়েছিলেন।

আদালতের নির্দেশ অমান্য করেই গ্যাং সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন। ‘অ্যালিয়েন এনিমিস অ্যাক্ট’ আইনের ব্যবহার বিপজ্জনক ও ভিত্তিহীন বলে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী মহলও।

এদিকে ট্রাম্প প্রশাসন আদালতের আদেশ অমান্য করছে কিনা এ প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত জানান, প্রশাসন আদালতের আদেশ মানতে অস্বীকৃতি জানায়নি। সন্ত্রাসীদের (টিডিএ) মার্কিন ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়ার পরে এ আদেশ জারি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সূত্র: https://tinyurl.com/599rc9xc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *