‘মতের অমিল হলেই ফেসবুকে হুমকি দিচ্ছে জামায়াত-শিবির’ এমন প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির একটি বেসরকারি টেলিভিশন টকশোতে বলেছেন, বাংলাদেশের গ্রামে গঞ্জে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয়। এখানে সবাই মতামত প্রকাশ করে, মন্তব্য করে। কিন্তু তাদের শিক্ষার লেভেল বা সামাজিক অবস্থান এক নয়।
এটা এত বেশি বিস্তৃতি লাভ করেছে, যেখানে কোন লেভেলের লোক কি কথা বলছে সেগুলো চিহ্নিত করা যায় না। ফলে এটাকে আপনি কোন কিছুর মানদন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন না। এখানে যে মন্তব্যগুলো আসছে তার মধ্যে অসহিষ্ণু কথা বার্তা, আক্রমণাত্মক কথা এমনকি গালিগালাজও থাকছে। এটাকে আমরা সোসাইটির লিডারশিপ এর জায়গা থেকে মানদন্ড হিসেবে নিতে পারেনা। ওই তেতুলিয়া থেকে ফেসবুকে কে কি লিখল এটা দিয়ে তো আর রাজনীতি হবে না যখন জামাত বিএনপি বা ছাত্রদের যে দল তারা রেসপন্সিবল আচরণ করবে তখন নিচের থেকেও স্বাভাবিকভাবে রেস্পন্সিবল আচরণ পাওয়া যাবে।
Leave a Reply