free tracking

My Blog

My WordPress Blog

১ মিনিটে তামান্নার জামিন নিয়ে আদালতে হইচই!

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছিল, এবং তার গ্রেফতারের পর তার স্ত্রী শারমীন আক্তার তামান্না আদালত ও জামিন নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, “কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেয়ার” ব্যবস্থা চলছে, যা দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমানের শামিল।

এদিকে, ১০ এপ্রিল (বৃহস্পতিবার) আদালতে তামান্নার আগাম জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুক পোস্টে একথা জানান। সায়ের বলেন, “আজ বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর কোর্টে (৯ম তলায়) ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানি ছিল। কিন্তু তামান্নার মামলা শুধু ১ মিনিটেই শুনানি শেষে জামিন মঞ্জুর করা হয়।”

এছাড়া, এই ৫৪৭টি মামলার মধ্যে মাত্র ৬৩টি মামলার শুনানি হয়েছে, এবং সেই অনুযায়ী আদালতের কার্যক্রম ততটাই দ্রুত সম্পন্ন হয়েছে। ১ মিনিটের মধ্যে জামিন দেওয়া হয়েছে, যা সাধারণত আদালতের কাজের ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিন আদালত বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরও আগাম জামিন দেয়। তবে তামান্নার জামিন নিয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছে, কারণ ১৫০ নম্বর সিরিয়ালের পরে তামান্নার মামলা কীভাবে অতি দ্রুত শুনানি শেষ করে জামিন দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে আদালত ও বিচার ব্যবস্থার কার্যক্রম নিয়ে। তামান্নার মামলার শুনানি দ্রুততার সঙ্গে মঞ্জুর হওয়ার পর, বিষয়টি নিয়ে নানা রকমের আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক পরিবেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *