free tracking

My Blog

My WordPress Blog

ড. ইউনূস-বিএনপি বৈঠক শেষে যা জানালেন আসিফ নজরুল!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেয় বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বলে জানায়। তবে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যেই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হবে, তবে জুনের পর নয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, “বিএনপি নির্বাচন নিয়ে আন্তরিক ও সংস্কার-প্রস্তুত। প্রধান উপদেষ্টার সঙ্গে খুব খোলামেলা আলোচনা হয়েছে।”

তবে বিএনপি এই বক্তব্যে সন্তুষ্ট নয় বলে জানায়। দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা দ্রুত রোডম্যাপ চায় এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে জোর দেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

আইন উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের দুই মাস আগে অন্তর্বর্তী সরকার রোডম্যাপ ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *