নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে জাতীয় পার্টির (জাপা) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করেছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
এদিন জেলা ও উপজেলার জাপা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ৫০ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেন। জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক লিখিত বক্তব্যে বলেন, “গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিন্তু জাতীয় পার্টির সংগঠনগত কাঠামো ও জনসম্পৃক্ততা দিন দিন দুর্বল হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “আমরা কারও প্ররোচনায় নয়, বরং সুস্থ মস্তিষ্কে ও বিবেকের তাড়নায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় যুব সংহতির জেলা সদস্যসচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাপার সভাপতি ইয়াকুব আলী আইয়ুব এবং ফুলবাড়ী উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ।
বক্তারা জানান দল ও সংগঠনের সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি নিয়ে আজ থেকে তারা জাতীয় পার্টি ও এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে আর সম্পৃক্ত নন। অতীতে যে কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়ার দায়-দায়িত্ব থেকেও তারা নিজেদের অব্যাহত ঘোষণা করেন।
Leave a Reply