free tracking

My Blog

My WordPress Blog

আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া সেই ব্রাজিলই এখন শীর্ষে!

চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে মিশন শুরু হয়েছিল টুর্নামেন্টটির সর্বোচ্চ চ্যাম্পিয়ন ব্রাজিলের। ‘বি’ গ্রুপের ম্যাচে কলম্বিয়া কাছেও হারে তারা।

তবে চূড়ান্ত পর্বে এসে ব্রাজিলকে এখন যেন ভিন্ন রূপেই দেখা যাচ্ছে। দেখিয়ে দিচ্ছে তারা কেন এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। সেলেসাও ফুটবালারদের দারুণ নৈপুণ্যে ফাইনাল রাউন্ডে এখন পর্যন্ত জিতেছে টানা তিন ম্যাচ। আর তাতেই পয়েন্ট টেবিলে সবার ওপরেও অবস্থান করছে তারা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে তারা ৩-১ গোলে জিতে। একই সময়ে অন্য ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনাও। আর্জেন্টাইন যুবারা কলম্বিয়াকে হারিয়েছে ১-০ গোলে।

নিজ নিজ ম্যাচ জেতার মধ্য দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলিতে।

তিন ম্যাচ শেষে চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে আছে ব্রাজিলই। এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল কলম্বিয়াকে। কিন্তু চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের কাছেই হেরেছে তারা।

সব মিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। আগামী শুক্রবার সকালে চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই হয়তো মীমাংসা হবে শিরোপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *