free tracking

My Blog

My WordPress Blog

শেখ হাসিনা নিজেকে খোদা মনে করতেন: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শেখ হাসিনা খোদা হয়ে সিংহাসনে আসীন হয়ে ছিলেন। তিনি ভেবেছিলেন দুনিয়ায় তাকে নড়াবার মতো কেউ নেই। তিনি বুজতে পারেননি তার চেয়ে বড় খোদা একজন আছেন।

শনিবার (১৫ ফেরুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ পৌর পার্কে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

ফয়জুল করীম বলেন, ‘যদি ১৯৪৭ সালে আমরা ভারত থেকে পাকিস্তান থেকে আলাদা না হলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করেও আমরা আলাদা হতে পারতাম না। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। সাড়ে ৭০০ বছর যাবৎ মুসলমানরা এ ভূখণ্ড শাসন করেছে। কিছু মোনাফেকের কারণে প্রায় ২০০ বছর ব্রিটিশরা এ দেশ শাসন করে।’

তিনি বলেন, ‘শেখ মুজিব তার বইয়ের মধ্যে লিখে গেছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড ব্যতীত আমাদের কোনো মুক্তি নেই, শান্তি নেই। ভারত থেকে আলাদা হওয়ার একটাই উদ্দেশ্য ছিল মুসলমানদের মুক্তি ও শান্তির জন্য। কিন্তু পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে তারা আমাদের ভোটের মূল্যায়ন করতে পারেনি। তৎকালীন সময়ে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও আমাদের ভোটের অধিকার দিতে পারেনি। ফলে ১৯৭১ সালে এ দেশের মুক্তিকামী মানুষের যার যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়।’

মুহাম্মদ ফয়জুল করীম শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ বিগত বছরগুলোতে আমিই আমার বক্তব্যে বলেছিলাম আপনি যতই উন্নয়নের মহাসড়কের গল্প শোনান না কেন, যেহেতু আপনি ভোটের মর্যাদা দিতে পারেননি, যেমনটি পাকিস্তানিরা করেছিল, আপনারও পাকিস্তানের মতো পরিণতি বরণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বরিশালে নির্বাচন করেছিলাম, রক্ত ঝরিয়েছে। মাত্র এক বছর আগে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই জালেমের পতন নিজের চোখে দেখতে চাই। তখন বাংলাদেশের সব ক্ষমতা শেখ হাসিনার কাছে। এক বছর যেতে না যেতে নিজের চোখে জালেমের পতন দেখেছি। আল্লাহ আমার ডাক কবুল করেছেন।’

শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন, ‘আজ শেখ সাহেবকে অপমান করা হচ্ছে। এ দায় কার? শেখ হাসিনাকে এই দায় নিতে হবে। কারণ আওয়ামী লীগের নেতারা হাজার হাজার মানুষকে গুণ্ডা, চোর, ডাকাত, জালেম বানিয়েছে।’

শেখ হাসিনার উদ্দেশে ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা বলেছেন তার পিয়ন ৫০০ কোটি টাকার মালিক। এই টাকা কি তার বাপের। দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ভ্যাট-ট্যাক্সের টাকা দিয়ে তার পিয়ন ৫০০ কোটি টাকার মালিক হবে, আর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে? তা তো হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *