free tracking

My Blog

My WordPress Blog

নতুন দলের নেতৃত্বে এবার আলোচনায় সারজিস আলমের নাম

চলতি মাসেই নতুন দলের ঘোষণা করতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মাসের শেষের দিকে নতুন এই দলের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন একাধিক ছাত্র নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারাই আসছেন নতুন দলের নেতৃত্বে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন মো. নাহিদ ইসলাম।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব।

দলের শীর্ষ পদে নাহিদ ইসলাম নেতৃত্ব দিলে দ্বিতীয় শীর্ষ পদে (সদস্যসচিব) কারা আসছেন, সে বিষয়ে চলছে আলোচনা।

তবে ছাত্রদের পক্ষ থেকে একনও সদস্যসচিবের নাম চূড়ান্ত হয়নি। এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম।

নতুন দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে কে আসছেন, তা নিয়ে একধরনের প্রতিযোগিতা রয়েছে। প্রধান দুটি পদের বাইরে অন্য শীর্ষ পদগুলোতে ‘পছন্দের নেতাদের’ বসাতে তৎপর নাগরিক কমিটির বিভিন্ন অংশ।

ইতিমধ্যে ঘোষণা এসেছে, আসতে যাওয়া রাজনৈতিক দলটি হবে মধ্যমপন্থী। যেখানে সবার অংশগ্রহণ থাকবে। সাম্য, ন্যায়বিচার, সুশাসনকে ঘিরে যাত্রা শুরু করবে রাজনৈতিক দলটি।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শ ভিত্তিক বিভাজন থাকবে না। আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা গড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *