বগুড়ার শিবগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের সময় ভুয়া গোয়েন্দা পুলিশের সদস্যসহ (ডিবি) কথিত প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর সদর থানার শুরি বলতর গ্রামের মৃত শাফি উদ্দিনের মেয়ে সুমি আক্তার (২৬) এবং শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বতপুর নন্দীপুর গ্রামের আমজান হোসেনের ছেলে রবিউল ইসলাম ডপিন।
পুলিশ সূত্রে জানা যায়, সুমি আক্তার (২৬) আমিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সুমি ফোনে আমিনুরকে দেখা করার কথা বলে উপজেলার মহাবালায় ডেকে নেন। সেখানে ওৎ পেতে থাকা রবিউল ইসলাম ওয়্যারলেস বের করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার কথা বলে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়। এক পর্যায়ে আমিনুরের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে আমিনুরকে সিএনজিতে তোলার সময় সে চিৎকার করলে স্থানীয়রা এসে রবিউল ও সুমিকে আটক করে পুলিশকে খবর দেয়। শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, এ ব্যাপারে প্রেমিক আমিনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply