free tracking

My Blog

My WordPress Blog

সাকিব-মাহমুদউল্লাহর বিশ্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো কিউই দুই ব্যাটার

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের স্মরণীয় এক অধ্যায় ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির কার্ডিফ ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের জোড়া সেঞ্চুরি এনে দিয়েছিল অবিশ্বাস্য এক জয়। সেই ঐতিহাসিক মুহূর্তের পথ ধরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের দুই ব্যাটার, উইল ইয়াং ও টম ল্যাথাম।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখান এই দুই কিউই ব্যাটার। দুর্দান্ত ফর্মে থাকা উইল ইয়াং ১০৭ রান করে ফিরে গেলেও, টম ল্যাথাম অপরাজিত থাকেন ১১৮ রানে। তাদের অসাধারণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ড তোলে ৩২০ রানের বিশাল সংগ্রহ, যা পাকিস্তানের জন্য হয়ে ওঠে অতিক্রমণের অতীত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটি ছিল মাত্র পঞ্চমবারের মতো একই ইনিংসে দুই ব্যাটারের শতরান। এই কীর্তির যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে, ভারতের বীরেন্দর শেবাগ ও সৌরভ গাঙ্গুলির হাত ধরে। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে শেবাগ করেন ১২৬ রান, আর ‘প্রিন্স অব ক্যালকাটা’ গাঙ্গুলি অপরাজিত থাকেন ১১৭ রানে। এরপর ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল (১০১) ও ডোয়াইন ব্রাভো (১১২) একই কীর্তি গড়েন ইংল্যান্ডের বিপক্ষে।

২০০৯ সালে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (১৩৬) ও রিকি পন্টিং (১১১) একই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ২৫২ রানের জুটি গড়েন। এরপর ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাকিব আল হাসান (১১৪) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১০২*) একসঙ্গে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে চমকে দেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া সেঞ্চুরির তালিকা:

সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দর শেবাগ (ভারত) – প্রতিপক্ষ: ইংল্যান্ড (২০০২)

ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) – প্রতিপক্ষ: ইংল্যান্ড (২০০৬)

শেন ওয়াটসন ও রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) – প্রতিপক্ষ: ইংল্যান্ড (২০০৯)

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ) – প্রতিপক্ষ: নিউজিল্যান্ড (২০১৭)

উইল ইয়াং ও টম ল্যাথাম (নিউজিল্যান্ড) – প্রতিপক্ষ: পাকিস্তান (২০২৫)

নিউজিল্যান্ডের দুই ব্যাটারের এই অসাধারণ ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করেছে। পাকিস্তানের বিপক্ষে তাদের সেঞ্চুরি কেবল জয়ের পথ প্রশস্ত করেনি, বরং নতুন করে ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা মুহূর্তগুলোর কথা। ইতিহাসের পাতায় উইল ইয়াং ও টম ল্যাথামের নামও এখন সোনার হরফে লেখা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *