free tracking

My Blog

My WordPress Blog

ম্যাচ জিতেও টাইগারদের ফাঁদে ভারত!

ক্রিকেটের মাঠে জয়-পরাজয় চিরন্তন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারতের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়ের পর সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান। তার ব্যাঙ্গাত্মক ভিডিও যেন পরাজয়ের মধ্যেও এক টুকরো আনন্দ খুঁজে নেওয়ার গল্প!

ভিডিওতে ফারহান বলেন, “ভারতকে আমরা জিতিয়ে ফাইনালে পাঠিয়ে দিলাম! আমরা তো গ্রুপ রানার আপ হচ্ছি। পাকিস্তান, নিউজিল্যান্ড—এদের আমরা গুণায় ধরি না! ভারত যদি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলত, তাহলে ওরা ফাইনালেই যেতে পারত না। সেজন্য আমরাই ওদের ফাইনালে পাঠানোর দায়িত্ব নিলাম!”

কি দারুণ কৌশল! এমন আত্মত্যাগ ক্রিকেটবিশ্বে বিরল! বাংলাদেশ দল যেন ভারতের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হয়ে উঠেছে, যারা প্রতিপক্ষকে ফাইনালের রাস্তা পরিষ্কার করে দেয়।

ফারহানের স্ট্যাটাস আরও রসাত্মক হয়ে ওঠে, যখন তিনি লেখেন, “২০০৫ সালে কার্ডিফে আশরাফুলের সেঞ্চুরিতে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি আর আজ তো ২০২৫! ইতিহাস নিজেই জানে, সেমিফাইনালে অজিদের হারিয়ে বাংলাদেশ ফাইনালে যাবে। তারপর ভারতকে হারিয়ে প্রতিশোধ নেবে!”

ক্রিকেট রোম্যান্টিকদের জন্য এ যেন এক স্বপ্নময় ন্যারেটিভ! অতীতের গৌরবগাথা টেনে এনে ভবিষ্যতের স্বপ্ন বুনে নেওয়ার এমন দক্ষতা শুধু বাংলাদেশি ক্রিকেট সমর্থকদেরই থাকে।

সবচেয়ে মজার অংশ বোধহয় ছিল এই লাইনটি— “নাহলে জাকের আলী কি এমনি এমনি ক্যাচ ছেড়ে দেয়! ফাইনালে যাওয়ার এই ফাঁদে ভারত পড়ে গেল, ফাইনালে আমরা ওদের বুঝাবো আপাকে রাখার শাস্তি কত প্রকার হতে পারে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *