ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। এত প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দলে নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির আশা, আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে।
নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঢাকায় ফিরতে চাইলেও ‘প্রতিকূল পরিস্থিতি’র কারণে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল সাকিবকে। এর মধ্যে অ্যাকশন পরীক্ষায় নিষিদ্ধ হয়ে খেলার মাঠেও কার্যকারিতা কমে যায় অর্ধেক।
শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে দলবদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন সাবেক এ বিশ্ব সেরা অলরাউন্ডার। গত আসরে সাকিব খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে গেছে।
এবারের প্রিমিয়ার লীগ শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। তার আগে দলবদল চলবে আজ ও আগামীকাল। ক্রিকেটারদের অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করানো যাচ্ছে।
Leave a Reply