free tracking

My Blog

My WordPress Blog

এক সেঞ্চুরিতে তামিম ও কিউই কিংবদন্তিকে টপকে বিশ্বরেকর্ড ডাকেটের

ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং নীতি নতুন কিছু নয়। ব্রেন্ডন ম্যাককালামের কোচিং দর্শনে ইংল্যান্ড দল বরাবরই ঝোড়ো ব্যাটিং করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট।

ফিল সল্ট মাত্র ১০ রানে আউট হলেও ওপেনার বেন ডাকেট খেলেছেন ৪৮ ওভার পর্যন্ত। ১৬৫ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ২০০৪ সালে নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে এই তালিকার শীর্ষে ছিলেন। এবার ২১ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ডাকেট।

শুধু তাই নয়, চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। ২০১৭ সালে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করেছিলেন। এবার সেটাও ছাড়িয়ে গেছেন ডাকেট।

বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৩৫১ রানের বিশাল সংগ্রহ গড়েছে। এটি শুধু ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর নয়, বরং চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহও।

অন্যদিকে, ডাকেটের এই অসাধারণ ইনিংস ইংল্যান্ড দলের আগ্রাসী ব্যাটিং নীতির সফলতারই আরেকটি উদাহরণ। তবে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল কি হয়, সেটিই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *