free tracking

My Blog

My WordPress Blog

৪৭.৩ ওভার, ৭০৮ রান: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বরেকর্ড গড়লো অস্ট্রেলিয়া

টুর্নামেন্ট শুরুর আগেই চোট, ফর্মহীনতা আর অপ্রত্যাশিত সিদ্ধান্তে কোণঠাসা অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স আর জস হ্যাজলউডের অনুপস্থিতি, সঙ্গে স্টয়নিসের অবসরের ঘোষণা—সব মিলিয়ে একরকম দুঃস্বপ্ন নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছিল অজিরা। তবে ক্রিকেট ইতিহাস জানে, চাপের মুখে দাঁড়িয়ে লড়াই করার মতো দল খুব কমই আছে অস্ট্রেলিয়ার মতো।ক্রিকেট খেলোয়াড়দের জার্সি

ইংল্যান্ডের দুর্দান্ত সূচনা, বেন ডাকেটের রেকর্ড গড়া ইনিংস

টস জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েই ইংলিশ ব্যাটাররা ঝড় তুললেন। ওপেনার বেন ডাকেট তো যেন অন্য গ্রহের ব্যাটার! চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলে ফেললেন তিনি, মাত্র ১৪৩ বলে ১৬৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস। জো রুটের সঙ্গে গড়ে তুললেন ১৫৮ রানের অনবদ্য জুটি, যেখানে রুট করেন ৬৮ রান।

তবে বাকিরা খুব বেশি সুবিধা করতে পারেননি। ব্রুক (৩), বাটলার (২৩) আর লিভিংস্টোন (১৪) ছিলেন অনুজ্জ্বল। তবুও ডাকেটের অতিমানবীয় ইনিংসে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড—৩৫১ রান।

বিশাল লক্ষ্য, অথচ দাপট দেখাল অস্ট্রেলিয়া

৩৫২ রানের বিশাল লক্ষ্যে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মাত্র ১০ রানেই ফিরে যান ট্রাভিস হেড, ১২ রানে বিদায় নেন স্টিভ স্মিথও। কিন্তু এরপরই ম্যাচ ঘুরতে থাকে।

প্রথমে ম্যাথু শর্ট (৫৫) আর ল্যাবুশেন (৪৭) গড়ে দেন ভিত, এরপর জস ইংলিশ আর অ্যালেক্স ক্যারি যোগ করেন ১৪৬ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ। ক্যারি ৬৯ রানে ফিরলেও অপরপ্রান্তে ইংলিশ তখনো টিকে। তার সঙ্গে যোগ দেন বিধ্বংসী গ্লেন ম্যাক্সওয়েল।

শেষদিকে ম্যাক্সওয়েল-ইংলিশের জুটিতে মাত্র ৩৬ বলে ৭৪ রান যোগ হয়। ইংলিশ অপরাজিত থাকেন ১২০ রানে, ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকে স্মরণীয় এক ম্যাচ উপহার দেন তিনি। মাত্র ৪৭.৩ ওভারে ৩৫৬ রান তুলে নতুন বিশ্বরেকর্ড গড়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

আইসিসি টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ইতিহাস

এই ম্যাচের মাধ্যমে আইসিসির যে কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।

ইংলিশ বোলাররা ছিলেন ব্যর্থ। আর্চার, আদিল রশিদ ও মার্ক উড প্রত্যেকে একটি করে উইকেট নেন। কিন্তু জস ইংলিশের অতিমানবীয় ব্যাটিংয়ে ভর করে অজিরা ছিনিয়ে নেয় ঐতিহাসিক জয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত সূচনা করল অস্ট্রেলিয়া। এখন দেখার বিষয়, তারা কি পারবে শিরোপার দিকে এগিয়ে যেতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *