free tracking

My Blog

My WordPress Blog

১১ বলে ওভার করে লজ্জার বিশ্ব রেকর্ড গড়লেন মোহাম্মদ শামি

চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনাপূর্ণ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যতিক্রমী এক রেকর্ড গড়লেন ভারতের পেসার মোহাম্মদ শামি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম ওভারেই ১১টি বল করেন তিনি, যা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নো-ওয়াইডসহ সর্বাধিক বল করার যুগ্ম রেকর্ড।

স্বপ্নের শুরু, দুঃস্বপ্নের ওভার

চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে চূর্ণ করেছিলেন শামি। ৫ উইকেট নিয়ে রেকর্ডবুকে নিজের নাম তুলেছিলেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। ইনিংসের প্রথম ওভারেই ৬ রান খরচ করলেও, ওভারের দৈর্ঘ্য বেড়ে যায় ১১ বলে, যার মধ্যে ছিল ৫টি ওয়াইড।

জাহির-ইরফানের তালিকায় শামি

শামির এই বিব্রতকর রেকর্ড ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আরও দুই পেসারের স্মৃতি ফিরিয়ে এনেছে। ২০০৩ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাহির খান এবং ২০০৬ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইরফান পাঠান একইভাবে ১১ বলের প্রথম ওভার করেছিলেন। এবার তাদের পাশে যুক্ত হলেন শামি।

বিশ্বকাপের নায়ক থেকে চ্যালেঞ্জের মুখে শামি

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২৩ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটশিকারী হন শামি। তবে চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকার পর প্রত্যাবর্তনের শুরুটা দারুণ হলেও পাকিস্তানের বিপক্ষে হতাশ করলেন।

সতর্ক সংকেত ভারতের জন্য

এই ধরনের ভুল বড় মঞ্চে দলের উপর চাপ বাড়িয়ে দেয়। শামির এই বাজে ওভার ভারতীয় শিবিরের জন্য সতর্কবার্তা হতে পারে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তার ছন্দে ফেরা এখন সময়ের দাবি।

ক্রিকেটে উত্থান-পতন অবশ্যম্ভাবী। একদিকে দুর্দান্ত রেকর্ড, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত নজির—মোহাম্মদ শামি দুটোই দেখিয়েছেন। সামনের ম্যাচগুলোতে তার পারফরম্যান্সই নির্ধারণ করবে তিনি এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *