free tracking

My Blog

My WordPress Blog

বাদ লিটন : একাধিক চমকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের ক্রিকেটে অন্যতম আলোচিত নাম লিটন দাস। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তার স্থান প্রায় নিশ্চিতভাবেই হারাতে যাচ্ছেন তিনি। সাদা বলে ব্যাট হাতে চলতি বছরটি যেন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে লিটনের জন্য। এক সময় যিনি ছিলেন দলের নির্ভরযোগ্য ব্যাটার, আজ তার পারফরম্যান্স তাকে দল থেকে বাইরে থাকার শঙ্কায় ফেলেছে।

দুই বছর আগে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে দেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন লিটন। কিন্তু ২০২৪ সালে এসে তার সেই ফর্ম যেন অতীতের সোনালি গল্প হয়ে গেছে। ওয়ানডেতে এ বছর পাঁচ ম্যাচে তিনবার শূন্য রানে আউট হয়েছেন তিনি, আর বাকি দুই ম্যাচে করেছেন মাত্র ছয় রান। এমন দুর্বল পারফরম্যান্সের কারণে সাদা বলের দলে লিটনের জায়গা প্রায় অনিশ্চিত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল ওপেনিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত বেশ কিছু পরিবর্তন আনতে পারে। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সৌম্য সরকারের পারফরম্যান্স তাকে দলে জায়গা পাকা করতে সহায়তা করেছে। তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন, তবে তিনি ইনজুরিতে থাকায় তার ফিটনেস নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

চার নম্বর পজিশনে সাধারণত তাওহীদ হৃদয় খেলেন, তবে তার ইনজুরি এবং ফর্ম বিবেচনায় এই পজিশনে মেহেদী হাসান মিরাজের খেলার সম্ভাবনা বেশি। পাঁচ, ছয় এবং সাত নম্বরে যথাক্রমে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক থাকবেন। মুশফিক এবং রিয়াদ দুজনেই তাদের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চলেছেন, তাই তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে একাদশে রাখা হবে নিশ্চিত।অনলাইনে লাইভ খেলা দেখুন

বাংলাদেশ তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। পেস আক্রমণে তাসকিন আহমেদ নিশ্চিতভাবে থাকবেন, আর বাকি দুই পজিশনের জন্য লড়াই করবেন হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে নাসুম আহমেদ, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে লড়াই হবে।

লিটন দাসের সাম্প্রতিক ফর্ম এবং দলের টিম কম্বিনেশন বিবেচনায় বলা যায়, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তার দলে থাকার সম্ভাবনা প্রায় নেই। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার কিংবা ফিনিশিং রোলে তার জায়গা আর নিশ্চিত নয়। একসময়ের দলের অন্যতম ভরসার ব্যাটার লিটন বর্তমানে জাতীয় দলের বোঝায় পরিণত হচ্ছেন, যা তার ক্যারিয়ারের জন্য একটি বড় সংকেত।

বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট এখন লিটনকে বিশ্রামে রেখে তার ফর্ম ফিরে পাওয়ার সুযোগ দিতে পারে। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য এই বড় মঞ্চে লিটনের পরিবর্তে অন্যদের দিয়ে সেরা কম্বিনেশন গড়ে তোলাই দলের লক্ষ্য হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সের স্কোয়াড:

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা/শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

স্টান্ড বাই: সাইফুদ্দিন, ইবাদত হোসেন, মাহাদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *