free tracking

My Blog

My WordPress Blog

থানা থেকে ‘৩০ গজ’ দূরের বাড়িতে ডাকাতি, বিএনপি নেতা গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানার ৩০ গজের মধ্যে থাকা প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ২৪ ঘন্টা পেরোতেই বিএনপি নেতাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত কিছু টাকাও। আজ রবিবার বিকেলে থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার তিন ডাকাত হলেন- চকরিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনাস্থ খোন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে ও একই ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নয়ন চৌধুরী (৪৫), একই ওয়ার্ডের ঘাট পাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল (৩৫) ও পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে মো. হানিফ (৪৩)।

পুলিশ জানায়- থানার বাউন্ডারি লাগোয়া ও পুলিশের চকরিয়া সার্কেল অফিসের সামনের প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে শনিবার ভোররাত আড়াইটার দিকে মুখোশ পরিহিত একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় দারোয়ান রবীন্দ্র দাশকে ছুরিকাঘাত ও হাত-পা বেঁধে ফেলে রাখার পর প্রবাসীর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় প্রবাসীর স্ত্রী রুবী দাশ ও দশম শ্রেণীতে পড়ুয়া সুক্তা দাশকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লাখ টাকা, তাদের শরীরে থাকা চার ভরি স্বর্ণালংকার, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দামি মালামালসহ প্রায় ৭ লাখ টাকার সম্পদ লুট করে।

এই ঘটনার পর পুলিশ ডাকাতিতে সম্পৃক্তদের ধরতে মাঠে নামে এবং থানা ও সার্কেল অফিসের আশপাশের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ দেখে প্রথমে হানিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতিতে সম্পৃক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় স্ত্রী রুবী দাশ বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। এই মামলায় গ্রেপ্তারকৃত তিন ডাকাতকে রবিবার বিকেলে আদালতে উপস্থাপন করা হলে তাঁদের জেলহাজতে প্রেরণ করেন বিচারক।

ওসি-চকরিয়া বলেন, ডাকাতিতে জড়িত অন্যদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত বাকী মালামাল উদ্ধারের জন্য গ্রেপ্তার তিন ডাকাতকে রিমান্ডে নেওয়া হবে। এজন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *