সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ঢাকার অদূরে এক অভিজাত রিসোর্টে পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে শুভ পরিণয়ে আবদ্ধ হচ্ছেন তিনি।
গায়েহলুদে ছিল কড়া নিরাপত্তাগতকাল (২৩ ফেব্রুয়ারি) পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে এই তারকা জুটির গায়েহলুদ। তবে ছবি তোলা নিয়ে ছিল কড়াকড়ি নিষেধাজ্ঞা। আমন্ত্রিত অতিথিদের বারবার অনুরোধ করা হয়েছিল অনুষ্ঠানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করার জন্য।
বিয়ের ছবিতেও থাকছে বিধিনিষেধ!গায়েহলুদের মতোই বিয়ের ছবিও আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবেন মেহজাবীন নিজেই। এরপর অন্যরা তা শেয়ার করতে পারবেন বলে জানা গেছে। গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবীন লেহেঙ্গা পরেছিলেন, আর রাজীব ছিলেন পাঞ্জাবি-পায়জামায়।
প্রেম থেকে পরিণয়২০১৯ সালে ঢাকার একটি বিপণিবিতানে হাত ধরাধরি করে হাঁটার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর কখনো কক্সবাজার, কখনো দেশের বাইরে তাদের একসঙ্গে দেখা গেছে। তবে এতদিন সম্পর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও এবার তারই শুভ পরিণতি ঘটছে আনুষ্ঠানিকভাবে।
Leave a Reply