free tracking

My Blog

My WordPress Blog

বাংলাদেশকে বিপদে ফেললেন দুই ভায়রা, দেখেনিন স্কোর

বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ দই ক্রিকেটার হচ্ছেন মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদ। তাদের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের পাথেয় হবে চ্যাম্পিয়নস ট্রফিতে এমনটাই ভাবা হচ্ছিল। সামনে থেকে নেতৃত্ব দিয়ে তরুণদের এগিয়ে নিয়ে যাবেন তারা।

কিন্তু আইসিসির টুর্নামেন্টে ভিন্ন কিছু দেখা যাচ্ছে।

দুই অভিজ্ঞ ক্রিকেটার তাদের অভিজ্ঞতার কিছুই দেখাতে পারছেন না। উল্টো আউট হয়ে দলকে বিপদে ফেলছেন। বিশেষ করে মুশফিক। টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ তিনি।
সর্বশেষ ৫ ওয়ানডেতে ফিফটি তো নেই দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি টানা তিন ম্যাচে।
দলীয় ৯৭ রানে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যখন চাপে তখন ক্রিজে নামেন মুশফিক। নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার বিপরীতে স্লোগ সুইপে জীবন দিয়ে আসলেন উইকেটরক্ষক ব্যাটার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মারা মুশফিক আজ করতে পেরেছেন ২ রান।

বাঁচা-মরার ম্যাচে মুশফিকের ভায়রা মাহমুদ উল্লাহ চোট কাটিয়ে আজ প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে নেমেছেন। কিন্তু সর্বশেষ চার ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা বাংলাদেশি ব্যাটার ক্রিজে নেমে ধৈর্য ধরতে পারলেন না। ২৭তম ওভারে মিচেল ব্রেসওয়েলকে ডাউন দ্য উইকেটে বড় শট খেলতে গিয়ে শর্ট থার্ডে ধরা পড়লেন উইলিয়াম ও’রুকির হাতে। এতে তার ইনিংস ৪ রানেই থেমে যায়। মুশফিককেও নিউজিল্যান্ডের অফস্পিনারই ফিরিয়েছেন।

শুধু দুই ভায়রাকেই নন, এর আগে আরো দুই উইকেট নিয়েছেন ব্রেসওয়েল। ২৬ রানে ৪ উইকেটে নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংও করেছেন তিনি। ব্রেসওয়েলের ঘূর্ণিতে বাংলাদেশ এখন কাঁপছে। এর আগে অবশ্য ব্যাটিংয়ে ভালোই শুরু এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম (২৪) ও নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে ৪৫ রানের জুটি গড়ে।

সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখেছেন শান্ত। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার কাজটা এখনো করছেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ রানে অপরাজিত আছেন বাংলাদেশের অধিনায়ক। তাকে সঙ্গী দিচ্ছেন ১১ রান করা জাকের আলি অনিক। ৩১ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৩৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *