free tracking

My Blog

My WordPress Blog

সাকিবের উদাহরণ টেনে মুশফিক-রিয়াদের কঠোর সমালোচনায় ভারতীয় কিংবদন্তি

সম্প্রতি ফর্ম খারাপ হলেও অভিজ্ঞতার বিচারে চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তারা। বিপরীতে দলের খারাপ সময়ে বাজে শট খেলে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিজ্ঞ দুই ব্যাটারকে।

বাংলাদেশ দলের সিনিয়রদের এই ব্যর্থতা নিয়ে কঠোর সমালোচনা করেছে ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। আইসিসি ইভেন্টে বাংলাদেশ দলের সিনিয়রা যে পারফর্ম করতে পারেন না তা সরাসরি তুলে ধরেছেন তিনি। তবে এই তালিকায় সাকিবকে বাদ দিয়ে রেখেছেন জাফর।

সেই সঙ্গে সাকিবের ২০১৯ বিশ্বকাপের নান্দনিক পারফরম্যান্সের উদাহরণও টেনেছেন তিনি। জাফরের ভাষ্য, আমরা শুধুমাত্র সম্ভবত সাকিবকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দেখেছি, যেখানে তিনি ব্যতিক্রমী পারফরমার ছিলেন। আমি জানি না এটি চাপের কারণে হয় কি না, নাকি তারা (বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারা) নিজেরাই অতিরিক্ত চাপ নিয়ে ফেলে, তারা যেন ঠিক পারফর্ম করতেই পারে না।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে মাহমুদউল্লাহ ও মুশফিকের শট সিলেকশন নিয়ে তিনি বলেন, শট নির্বাচন খুব হতাশাজনক ছিল। মুশফিক যে শটটি খেললেন, মাহমুদউল্লাহর সেই বেহিসাবি শট—এটি তো বাঁচা-মরার ম্যাচ ছিল। এ ধরনের ম্যাচে আপনি চান যে তারা সামনে এসে দলকে জেতানোর জন্য খেলুক। কিন্তু দুর্ভাগ্যবশত, আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে।

ইতোমধ্যে বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের ঘণ্টা বেজে গেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচেই হেরে ছিটকে পড়েছে টাইগাররা। যার জন্য পুরো দায় ব্যাটারদের কাঁধে আসছে।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বলার মতো স্কোর এসেছিল তাওহীদ হৃদয় এবং জাকের আলী অনিকের কল্যাণে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সেই জাকের আলী। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ অন্তত ৫০ থেকে ৬০ রান কম করেছে বলে মনে করেন জাফর।

তিনি বলেন, ওই পিচে সহজেই ৩০০-এর বেশি রান করা যেত। বাংলাদেশের ব্যাটসম্যানদের নিজেদেরই দোষ দেয়া উচিত। বোলারদের কাছে এটা অনেক বেশি চাওয়া যে, তারা নিউজিল্যান্ডকে ২৪০ রানের নিচে অলআউট করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *