free tracking

My Blog

My WordPress Blog

চলতি বছরেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। নিজেদের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি মাঠে নামবে দুই দল। তবে চলতি বছরে পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ খেলা সুযোগ পাচ্ছে টাইগাররা।

আইসিসির সূচি অনুসারে মে মাসে পাকিস্তানে সফর করবে বাংলাদেশ দল। এফটিপির আওতাভুক্ত এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি সিরিজ। চলতি বছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানও।

জুলাই-অগাস্টে পাকিস্তানকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে পিসিবি প্রেসিডেন্টের সঙ্গে আড্ডায় এমন প্রস্তাব দেন সভাপতি ফারুক আহমেদ। জানা গেছে, বিসিবির দেয়া সেই প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শেষ চার পাঁচ বছরে বাংলাদেশ-পাকিস্তান বেশ কয়েকটা দ্বিপাক্ষিক সিরিজেই মুখোমুখি হয়েছে। ২০২০ সালে প্রায় বারো বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল বাংলাদেশ। পরের বছর বাংলাদেশ সফর করে পাকিস্তান।

২০২৪ সালে দেশটিতে দুইটি টেস্ট খেলতে যায় নাজমুল হোসেন শান্তর দল। যেখানে তাদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের পাশাপাশি জিতে ঘরে ফিরে ছিল টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *