free tracking

My Blog

My WordPress Blog

নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দল

বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ মানেই এতদিন সাবিনা খাতুন, মারিয়া মান্দাদের দাপটের প্রত্যাশা থাকত। তবে এবার ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে দলটি। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সংযুক্ত আরব আমিরাত সফরে নেই দলের অভিজ্ঞ ১৮ ফুটবলার। তাদের অনুপস্থিতিতে একদম নতুন এক দল নিয়ে আজ প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

দুবাইয়ে আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সিনিয়র পর্যায়ে এবারই প্রথম আমিরাতের বিপক্ষে খেলছে বাংলাদেশ। তবে বয়সভিত্তিক পর্যায়ে আমিরাতের বিপক্ষে একাধিকবার বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা—৭-০, ৬-০ গোলের ব্যবধানেও জয় আছে তাদের নামের পাশে। সর্বশেষ ২০১৯ সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলে কৃষ্ণা-সানজিদাদের বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল আমিরাতকে।

তবে এবারের ম্যাচে বড় চ্যালেঞ্জ দেখছেন কোচ পিটার বাটলার। তার দৃষ্টিতে, এই ম্যাচে ফলাফল বড় বিষয় নয়, বরং অভিজ্ঞতা অর্জনই আসল। তিনি বলেন, “আমরা জয় নিয়ে ভাবছি না। মেয়েরা অনভিজ্ঞ, এখানকার পারফরম্যান্স দিয়ে তাদের বিচার করা ঠিক হবে না।”

নতুন নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক আফিদা খন্দকার। তিনি অবশ্য আশাবাদী, “আমরা সবাই একসঙ্গে ছিলাম। এটা নতুন দল, তবে আমাদের লক্ষ্য ভালো করা।”

এই ম্যাচ নতুনদের জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ হলেও, মাঠের লড়াইয়ে তারা কেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *