টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় দিয়ে বিদায় নেয়ার সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু সেই সুযোগও দিল না প্রকৃতি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হয়নি, ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দু’দলই পয়েন্ট ভাগাভাগি করেছে। তবে তাতে বড় কোনো পরিবর্তন আসেনি, কারণ এর আগেই ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল।
এর আগে বাংলাদেশ টুর্নামেন্টে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়। পাকিস্তানও একই প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছে। তবে রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে।
অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ২ মার্চ এই দু’দল মুখোমুখি হবে, যেখানে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠবে।
‘বি’ গ্রুপের লড়াইও জমে উঠেছে। আফগানিস্তানের বিপক্ষে হেরে ইতোমধ্যেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। তবে এখনো সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এই দু’দলের মধ্যকার ম্যাচ নির্ধারণ করবে কে যাবে সেমিফাইনালে। অন্যদিকে, সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে, যদিও সেটি শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের লড়াইয়ের জন্য ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া/আফগানিস্তানের দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।
Leave a Reply