free tracking

My Blog

My WordPress Blog

এবার গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা

রাজধানীর আদাবর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুল হাসান খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তাকে আদাবর থানার মুনসুরাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানাানো হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের ডিসি ইবনে মিজানের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে আদাবর থানার মুনসুরাবাদ এলাকা থেকে মো. কামরুল হাসান খোকনকে (৫৪) গ্রেফতার করে পুলিশ। খোকন ঠাকুরগাঁও সদর উপজেলার সাহাপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে।

তিনি ১৯৯১-১৯৯৫ পর্যন্ত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি এবং ২০০২-২০০৬ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক ছিলেন। কামরুল আদাবর থানার মামলার সন্দেহভাজন আসামি। এছাড়া ঠাকুরগাঁও সদর থানায় একাধিক মামলার সন্দেহভাজন আসামি বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *