free tracking

My Blog

My WordPress Blog

ছাত্রনেতারা যা করছে জানলে গা শিউরে উঠবে: নুর

রাজধানীর কাকরাইলের আইডিবি মিলনায়তনে গণঅধিকার পরিষদের বর্ধিত সভায় দলটির সভাপতি নুরুল হক নুর বলেন, “এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আমরা আর চুপচাপ থাকব না।”

তিনি অভিযোগ করেন, গত ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের মধ্যে মাত্র অল্প কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে সরকারের স্বচ্ছতা নেই, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের অবস্থা প্রকাশ করতে হবে। পাশাপাশি, আহত ও নিহতদের ক্যাটাগরির ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে, তা সংশোধনের দাবি জানান তিনি।

নুরুল হক নুর বলেন, “বিগত ছয় মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি-দাওয়া উপেক্ষিত হয়েছে, সংস্কারের কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। দেশ এখনো পুরনো ধারাতেই চলছে, অথচ এখন সময় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ার।”

নুর বলেন, “সরকারের পক্ষ থেকে ছাত্রনেতাদের ডিসি অফিসে পূর্ণ নিয়ন্ত্রণ, এমপি হওয়ার সুযোগ এবং কোটি কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের দলে টানার চেষ্টা চলছে।”

নুর আরও বলেন, “বর্তমানে ছাত্র উপদেষ্টারা সরকারের সঙ্গে থেকে ব্যবসা-বাণিজ্য ও গণমাধ্যমসহ সবকিছু পরিচালনা করছে।”

তিনি বলেন, “গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ঘাটলে জানা যাবে, ছাত্রনেতারা কী করছে। সেটি জানলে গা শিউরে উঠবে। আমরা চাই তারা শুদ্ধ ও সৎ রাজনীতি করুক।”

তিনি আরও বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে। সেনাপ্রধানও বলেছেন, ‘এনাফ ইজ এনাফ’। দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে, অন্যথায় সংকট আরও ঘনীভূত হবে।”

গণঅধিকার পরিষদের সভাপতি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় তারা কোটি কোটি টাকার অফার পেয়েছেন, এমনকি সংসদ সদস্য করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

তিনি বলেন, “আমরা তখন প্রত্যাখ্যান করেছি, কারণ শেখ হাসিনার সরকার রাজনীতিকে কোরবানির পশুর মতো কেনাবেচা করছে। এখনো তাই চলছে।”

ভিডিও দেখুন: https://youtu.be/13vtmiRMFvk?si=g1croDBFbb93GIKq

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *