পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষ দুশ্চিন্তায়, তখন সাতক্ষীরায় মিলবে ব্যতিক্রমী স্বস্তির খবর। মাত্র ১০০ টাকায় গরুর মাংস! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সবার ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে এবং রমজানের পবিত্রতা বজায় রাখতে প্রাণিসম্পদ অধিদপ্তর এ উদ্যোগ নিয়েছে।
শনিবার (১ মার্চ) সাতক্ষীরা জেলা সদরের সংগীতা মোড়ে আনুষ্ঠানিকভাবে এ বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়। যেখানে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বিষ্ণুপদ বিশ্বাস, এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
এক নজরে মিলবে যা:
গরুর মাংস: ৬৫০ টাকা কেজি, তবে একজন সর্বোচ্চ ১০০ টাকার মাংস কিনতে পারবেন।
দুধ: প্রতি লিটার ৭০ টাকা।
ডিম: প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসকের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ রমজানে কম দামে পুষ্টিকর খাবার কিনতে পারেন। তিনি আশ্বাস দেন, “এ কার্যক্রম দ্রুত আরও সম্প্রসারিত হবে, যাতে বেশি মানুষ উপকৃত হতে পারেন।”
ব্যবসায়ীদের কারসাজিতে যখন বাজার অস্থিতিশীল, তখন সরকারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, রমজানে এমন আয়োজন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য আশীর্বাদস্বরূপ।
এমন ব্যতিক্রমী উদ্যোগ যদি দেশজুড়ে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও এটি হতে পারে এক দুর্দান্ত স্বস্তির খবর!
Leave a Reply