free tracking

My Blog

My WordPress Blog

এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব আল হাসান

ব্যাট-বল হাতে আবারও ফিরছেন ক্রিকেট বিশ্বে বাংলাদেশের পোস্টার বয় অলরাউন্ডার সাকিব আল হাসান তবে এবার বাংলাদেশের বিপক্ষেই নামতে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজাটা একরকম বন্ধই হয়ে গেছে। দেশে ফিরতে পারেননি বিদায়ী টেস্ট খেলতেও। কদিন আগে আসন্ন ডিপিএলে খেলার জন্য নাম জমা দিলেও পরে বিতর্কের মুখে নিজের নাম সরিয়ে নেন সাকিব।

তবে জানা গেছে, এশিয়ান লিজেন্ডস লিগে দেখা যেতে পারে তাকে। টি-টোয়েন্টি ঘরানার লিগটিতে এশিয়ান স্টারসের জার্সিতে মাঠে নামতে পারেন তিনি। লিগটি শুরু হচ্ছে আগামী ১০ মার্চ। নিজেদের ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

কদিন আগে লিজেন্ড নাইন্টি টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের তারকা সাকিবের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন এই অলরাউন্ডার।

এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালিকে। যেখানে সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে। ভারতে হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশেরও একটি দল রয়েছে।

বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলরা। এ ছাড়া বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।

ফলে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে সাকিবকে। ১২ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টারসের ম্যাচ। এ ছাড়া ১০ মার্চ সন্ধ্যা ৭ টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে তামিম, আশরাফুলরা খেলবেন ১৪ মার্চ। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে ফাইনাল।

এরও আগে, ২০২৪ সালে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। যদিও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার। এমনকি কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য দল-বদলও করেছিলেন সাকিব।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের সাবেক অধিনায়কের। তবে পরদিন ডিপিএল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

বাংলাদেশ টাইগার্স- মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।

এশিয়ান স্টারস- সাকিব আল হাসান, অলক কাপালি, দিলশান মুনাবিরা, সৌরভ তিওয়ারি, মেহরান খান, লাহিরু থিরিমান্নে, কেদার যাদব, শেহান জয়াসুরিয়া, মাহবুব আলম, আয়ান খান, শাহবাজ নাদিম, সেকুগে প্রসন্ন, পারবিন্দার আওয়ানা, হাশতি গুল, হামিদ হাসান এবং অভিমন্যু মিঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *