free tracking

My Blog

My WordPress Blog

আইপিএলে তাসকিন ও মুস্তাফিজ!

আইপিএল ২০২৫ আসরে বড় চমক দিতে পারে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শাহরুখ খানের দল নজর রেখেছে বাংলাদেশের তিন তারকা বোলারের ওপর। ভারতের প্রভাবশালী নিউজ পোর্টাল ওয়ান ক্রিকেট ও ক্রিক ডিকশনের দাবি, দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নরকিয়ার ইনজুরির কারণে তার বদলি খুঁজছে কেকেআর, যেখানে বাংলাদেশি তিন বোলার বড় বিকল্প হতে পারেন।
তিন টাইগার তারকার তালিকায় কারা?

প্রথম নামটি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। আইপিএলে পরিচিত মুখ মুস্তাফিজ গতবার চেন্নাই সুপার কিংসের হয়ে নয়টি ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা থাকায় এবারও আইপিএল মঞ্চে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেন তিনি। কেকেআর তার ভ্যারিয়েশন এবং অভিজ্ঞতার কারণে মুস্তাফিজকে দলে নিতে আগ্রহী।

দ্বিতীয় পছন্দ হিসেবে রয়েছেন লেগ-স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন। সাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা রিশাদ কেকেআরের জন্য উইকেট-টেকিং অপশন হতে পারেন। ফ্র্যাঞ্চাইজিটির লেগ স্পিনারের অভাব পূরণে তার অভিজ্ঞতাও কার্যকর হতে পারে। তার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, যা তাকে দলে নেওয়ার জন্য আকর্ষণীয় করে তুলেছে।

তৃতীয় নামটি হলো বাংলাদেশি স্পিড স্টার তাসকিন আহমেদের। সাম্প্রতিক সময়ে নতুন বলে দারুণ কার্যকরী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। কেকেআর তাকে আনরিক নরকিয়ার সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছে। তবে তাকে নিতে হলে ফ্র্যাঞ্চাইজিকে গুনতে হবে ১ কোটি রুপি।

শেষ পর্যন্ত কে পাচ্ছেন সুযোগ?

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কেকেআর দলে বেশ কয়েকজন বিদেশি পেসারের ইনজুরির কারণে বিকল্প খুঁজছে। সেই তালিকায় বাংলাদেশি তিন বোলারের নাম উঠে এসেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কেকেআরের হয়ে আইপিএলে খেলার সুযোগ কে পান। মুস্তাফিজ, রিশাদ নাকি তাসকিন—কেকেআরের ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কাকে বেছে নেয়, তা দেখার জন্য অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *