বেশ অনেকটা সময় যাবতই আইসিসি ইভেন্ট গুলোতে ব্যর্থ হয়ে আসছে পাকিস্তান। এর আগের ওয়ানডে বিশ্বকাপ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবিকেও ছাড়িয়ে গেছে এবার দলটির ঘরের মাঠের বাজে পারফরম্যান্স। আর এতেই বড় রদবদল আসছে দলে। বাদ পড়তে পারেন সিনিয়র ক্রিকেটাররা।
দেশটির গণমাধ্যম জিও নিউজের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর আসন্ন নিউজিল্যান্ড সফরে তরুণ মুখেদের প্রাধান্য দিয়ে দল সাজাতে চায় পিসিবি। আর সেজন্যে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা একঝাঁক তরুণ মুখেদের ডেকে নেয়া হয়েছে লাহোরে। এরইমাঝে তাদের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি।
Leave a Reply