free tracking

My Blog

My WordPress Blog

আলোচনায় ভিপি নুরের দলত্যাগ, যা বলছেন দলীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টিতে নুরুল হক নুরের যোগদানের ইচ্ছাপ্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা জানান।

হান্নান মাসউদ বলেন, ‘নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন।’

তিনি আরো বলেন, ‘পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’

এদিকে আব্দুল হান্নান মাসউদের এই বক্তব্য কেন্দ্র করে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন তার দলের নেতারা।

গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা তাদের নিয়ে একটি দল গঠনের চেষ্টা করেছিলেন।তবে সেটি বাস্তবায়ন হয়নি। এখন নির্বাচন সামনে রেখে একসঙ্গে জোট গঠনের আলোচনা হতে পারে, তবে দল ভেঙে অন্যদের দলে যোগ দেওয়ার প্রশ্নই আসে না।’

তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে যেটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সোমবার রাতে এ নিয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র ফারুক হাসান।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুক বলেন, ‘গণ অধিকার পরিষদকে নিয়ে দু-একটি গণমাধ্যমের তথ্য-উপাত্তবিহীন খবর প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদ দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আজকে দলের কার্যক্রম জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত। এই মুহূর্তে তারুণ্যের এক নম্বর রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ।’

তিনি বলেন, ‘সুতরাং গণ অধিকার পরিষদকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন। সংবাদ প্রচারের আগে অবশ্যই গণ অধিকার পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে নিউজ করার আহ্বান জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *