free tracking

My Blog

My WordPress Blog

‘আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে’, লাইভে মামুন-লায়লা

দুজনে সম্পর্ক গড়েও এসেছিলেন আলোচনায়। দেশজুড়ে ভাইরাল এই জুটির বিচ্ছেদ গড়ায় আদালত পর্যন্ত। প্রেম ভালোবাসা দ্বন্দ্ব মামলা- সব মিলিয়ে বিতর্কের পর বিতর্ক আর সমালোচনায় বিদ্ধ দুই নাম লায়লা ও মামুন। দুজনেই জনপ্রিয় টিকটকার।

সম্পর্ক যখন চরম অবনতিতে তখন মামুনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ধর্ষণ মামলা করেন লায়লা। এরপর আদালতেই মুখোমুখি হন দুজন। সম্প্রতি লায়লার করা মামলায় জামিন পেয়েছেন মামুন। সেদিন আদালতেও নিজের মামলার সুষ্ঠু বিচার দাবি করেন লায়লা।

তবে কিছুদিন যেতে না যেতেই এবার একসঙ্গে দেখা মিলল দুজনের! হাসিখুশি একে অন্যকে ক্ষমা করার ঘোষণাও দেন দুজন।
সবাইকে চমকে দিয়ে আবার একসঙ্গে সামনে এলেন আলোচিত এ জুটি। রবিবার লাইভে এসে তারা বলেন, ‘আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, আমরা সব ঠিক করে ফেলেছি।’

সেহেরিতে লাইভে এসে প্রিন্স মামুন আর লায়লা জানান, তাদের ঝগড়া এতটাই বাজে পর্যায়ে চলে গিয়েছিল যে আইনি সহায়তা নিতে হয়েছিল।

কিন্তু তারা এখন সব মামালা মোকদ্দমার ঝামেলা শেষ করে আবার দুজন একসাথে থাকতে চান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *