free tracking

My Blog

My WordPress Blog

মুস্তাফিজের আইপিএলের এনওসি চাওয়া নিয়ে বিসিবির মন্তব্য

বাংলাদেশের আকাশে বাতাশে বেশ কিছু দিন ধরে ঘুরে বেড়াচ্ছে আইপিএল থেকে ডাক পেয়েছেন মুস্তাফিজ। তাকে দলে নিতে আগ্রহী বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। আর এই কারণেই নাকি বিসিবির কাছে এনওসি চেয়েছেন ‍মুস্তাফিজ।

তবে এই বিষয় নিয়ে বিসিবি জানালো ভিন্ন কথা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, ‘মুস্তাফিজের আইপিএল খেলা কিংবা এনওসি চাওয়া সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই।’

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান। তবে বর্তমানে সময়ে আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। কেননা সাকিব বেশ কয়েকটি আসর থেকে আর সুযোগ পাচ্ছেন না।

২০২৪ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতান কাটার মাস্টার। চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের কারণে দেশে ফেরার আগ পর্যন্ত ছিলেন আইপিএলের সেরা উইকেট শিকারী বোলার। এমন পারফরমেন্সের পরও সবশেষ আইপিএলের নিলামে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল।

কিন্তু সম্প্রতি দেশের ক্রিকেটে গুঞ্জন, মুস্তাফিজকে পেতে আগ্রহী আইপিএলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে উল্লেখ যোগ্য হলো রাজস্থান রয়েলস ও কলকাতা নাইট রাইডার্স। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভালো করতে পারেননি মুস্তাফিজ। চলমান ডিপিএলেও কোনো দলের হয়ে খেলছেন না টাইগার এ পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *