free tracking

My Blog

My WordPress Blog

সিংহের সঙ্গে খেলা করলেন মোদি, দুধ খাওয়ালেন শাবককে

ভারতের গুজরাটে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংরক্ষণ কেন্দ্র ‘ভানতারা’র উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি একদম কাছ থেকে দেখলেন দেশ-বিদেশ থেকে উদ্ধার করে আনা বন্যপ্রাণীদের।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, মঙ্গলবার (৪ মার্চ) ভানতারা উদ্বোধনের পর মোদিকে কখনো দেখা যায় সিংহ শাবকদের দুধ খাওয়াতে, কখনো আবার তিনি পশুদের স্বাস্থ্যপরীক্ষা কীভাবে হয় তা দেখেন।

ভানতারা মুকেশ আম্বানির ছোট ছেলে আকাশ আম্বানির মস্তিষ্ক প্রসূত প্রকল্প। ছোটবেলা থেকে পশুপ্রেমী আকাশই বন্যপ্রাণীদের পুনর্বাসনের জন্য ভানতারা তৈরি করেছেন।

ভানতারায় বর্তমানে দুই হাজারেরও বেশি প্রজাতির দেড় লাখের বেশি পশু-পাখি রয়েছে। তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হাসপাতাল, যেখানে এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ-র ব্যবস্থাও রয়েছে। ভানতারায় গিয়ে নরেন্দ্র মোদি সাদা সিংহ শাবক, এশিয়াটিক একশৃঙ্গ গণ্ডার, স্নো লেপার্ডের শাবককে নিজে হাতে দুধ খাওয়ান।

বাঘের বাসস্থানেও যান ভারতের প্রধানমন্ত্রী। বিশালাকার গোল্ডেন টাইগারের মুখোমুখি বসেন তিনি, যাকে সার্কাস থেকে উদ্ধার করে আনা হয়েছে। ওকাপি-তেও যান মোদি। সেখানে তিনি শিম্পাঞ্জিকে কোলে নেন। জেব্রাদের মাঝেও হাঁটেন তিনি, খাবার খাওয়ান জিরাফকে।

ভানতারার এই উদ্যোগকে সাধুবাদ জানান মোদি। বন্যপ্রাণীদের এমন যত্ন সহকারে আশ্রয় দেয়া এবং তাদের এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী। সূত্র: টিভি৯, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *