free tracking

My Blog

My WordPress Blog

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ!

এশিয়ান কাপ ফুটবলের প্রথম খেলায় বাংলাদেশ লড়াই করবে ভারতের বিপক্ষে। আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ। ভারতকে কীভাবে বধ করা যায় তা নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে সৌদি আরবে বসে।

৩০ ফুটবলার, ৫ জনের কোচিং স্টাফসহ বাংলাদেশ ফুটবল দল আজ দুপুর দেড়টায় সৌদি আরবে রওনা হবে। ওখানে অনুশীলন চলবে ১৭ মার্চ পর্যন্ত। ১৩ দিন সৌদিতে অবস্থান করবে ফুটবল দল। কন্ডিশনিং ক্যাম্প করতেই মূলত যাওয়া। ওখান থেকে ফিরে ২০ মার্চ ঢাকা থেকে ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচটার আগে সব পরিকল্পনা সৌদি থেকেই চূড়ান্ত করে আসবে। ঢাকায় এসে পরিকল্পনা অনুসারে বাস্তবায়ন করা। সৌদিতে গিয়ে দুইটা ম্যাচ খেলার কথা আলোচনায় থাকলেও সেটি ওখানে গিয়ে চূড়ান্ত করা হবে। মূলত সৌদি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়া। শিলংয়ে যেখানে খেলা হবে সেখানে উচ্চতা নিয়ে সমস্যা রয়েছে। তাই মানিয়ে নিতে পরিকল্পনা করছে বলে বাফুফে জানিয়েছে।

সৌদিতে বাফুফে সুযোগ-সুবিধা পায়। বসে নেই ভারত। তারা শিলংয়ের মাঠে মালদ্বীপকে আনিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে, ১৯ মার্চ। গতকাল বিকাল পর্যন্ত দলের ৩০ ফুটবলারের মধ্যে কয়েক জনের ভিসা সম্পন্ন হয়নি বলে বাফুফে সূত্রে জানা গেছে।

ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ১৭ মার্চ বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। হামজার বাংলাদেশে আসা সিডিউল নিয়ে যদিও বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তবে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, হামজা সিলেটে যেতে চান। লন্ডন থেকে সিলেটে যাবেন। এক রাত থাকবেন এটি হামজার বাবা দেওয়ান মোরশেদ জানিয়েছে।

ফাহাদ করিম বলেন, ‘হামজা আগে সিলেটে যেতে চান, এটি তার বাবা বাফুফেকে জানিয়ে গেছেন।’ তিনি বলেন, ‘হামজা সিলেটে একরাত থাকবেন। তারপর ঢাকায় আসবেন। ঢাকায় থেকে দলের সঙ্গে ভারতে যাবেন ।’

হামজা ঢাকায় আসলে তাকে নিয়ে পরিকল্পনা ছিল একটা রিসিপশন দেওয়া যায় কিনা। কিন্তু হামজা যদি সিলেটে চলে যান তাহলে তাকে নিয়ে রিসিপশন হবে কি হবে না সেটি নিশ্চত না। তবে বাফুফে এখন হামজাকে নিয়ে রিসিপশনের কোনো পরিকল্পনা চূড়ান্ত করেনি। ফুটবল দলকে সৌদি আর পাঠিয়ে নতুন করে বসতে পারেন বাফুফের কর্মকর্তা। তবে ম্যাচের মনোযোগ যেন নষ্ট না হয় সেদিকটা সতর্ক থাকতে চান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার ওপর সন্তুষ্ট থাকতে পারছে না বাফুফে সভাপতি। গতকাল বিকালে হোটেলে গিয়ে কোচের সঙ্গে একঘণ্টা মিটিং করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। কোচের চাওয়ার শেষ নেই। এটা লাগবে ওটা লাগবে। এখনো ২৩ জনের দল চূড়ান্ত করতে পারেননি। ভারতের বিরুদ্ধে কারা খেলবেন তাদের একটা তালিকা চাওয়া হয়েছিল। জার্সি, প্যান্ট বানাতে হবে।

কিন্তু কোচ নাকি এখন তালিকা তৈরি করতে পারেননি। জার্সির মাপ না দেওয়া হলে সেই প্রতিষ্ঠানও কাজ করতে পারছে না। কোচ নাকি সব ফুটবলারদের ভালো মনে করছেন। সবার পারফরম্যান্স ভালো। কাকে রেখে কাকে বাদ দেবেন সেটি চূড়ান্ত করতে গিয়ে কোচ গলদঘর্ম। বাফুফের অন্য কর্মকর্তারা বলছেন, রেজাল্ট দেওয়ার খবর নেই শুধু এটা চাওয়া ওটা চাওয়া। এখন পর্যন্ত ২৩ জনের সম্ভাব্য তালিকাটাই তৈরি করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *