সম্প্রতি আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির স্ত্রীসহ মক্কা যাওয়ার চারটি ছবি ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল হইচই পড়ে গেছে। তবে ছবিগুলো ভুয়া বলে দাবি করেছে দেশের অন্যতম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
প্রতিষ্ঠানটির টিমের অনুসন্ধানে জানা যায়, স্ত্রীসহ মেসির মক্কায় অবস্থানের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়। সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি।।
রিভার্স ইমেজ সার্চ করে নির্ভরযোগ্য সূত্রে ছবিগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া মেসি কোনো দেশে ভ্রমণ করলে তা স্বাভাবিকভাবেই গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়। কিন্তু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি তার মক্কায় যাওয়ার তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। এমনকি ফুটবল ম্যাজিসিয়ানের সোশ্যাল মিডিয়াতেও (ফেসবুক, ইনস্টাগ্রাম) এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।
পরে ভাইরাল ছবিগুলো বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার টিম। তাতে দেখা যায়, ছবিগুলোতে মেসির মুখমণ্ডলের আকৃতি অস্বাভাবিক। এছাড়া গলায় অস্বাভাবিক গর্তও লক্ষ্য করা যায়। এই ধরনের অসামঞ্জস্য সাধারণত এআই টুল দিয়ে তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়।
এই অসঙ্গতি লক্ষ্য করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয়। ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার বিশ্লেষণে দেখা যায়, আলোচিত ছবিতে ম্যানিপুলেশন বা কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে।
Leave a Reply