মুস্তাফিজ সব শেষ আইপিএল সিজনে খেলে ছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ধোনির ছায়ায় থেকে নিজেক ফিরে পেয়েছিলেন নতুন রূপে। ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। এতো ভাল পারফর্ম্যান্সের পরেও আসন্ন আইপিএলের জন্য চেন্নাই কেনো
মুস্তাফিজকে রিটেন করলো না? এই প্রশ্নের দুটি উত্তর রয়েছে। প্রথমটি হলো, আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী ক্যাপ্ট প্লেয়ারকে রিটেন করতে হলে গুনতে হবে সর্বনিম্ন ১১ কোটি রুপি। ক্যাপ্ট প্লেয়ার বলতে বুঝায় সেই সব প্লেয়ারকে যারা
নিজেদের দেশের হয়ে জাতীয় দলে খেলেছেন। তাই এতো অর্থ খরচ করে চেন্নাই মুস্তাফিজকে রিটেন করতে চাইনি। অন্য
আরেকটি কারণ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ফুল সিজনের জন্য এনওসি দিতে বরাবরই অনীহা দেখানো। কোন দলই চাইবে না ১১ কোটি রুপি দিয়ে কোনো প্লেয়ারকে রিটেন করে পুরো সিজনের জন্য না পেতে।
Leave a Reply