ঢাকা ক্যাপিটালসের তরুণ ব্যাটসম্যান তানজিদ তামিম আজ মাঠ ছেড়েছেন কিছুটা আফসোস নিয়ে। ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাঁর ৫৪ বলে ৯০* রানের ইনিংসে ঢাকাকে জয় এনে দিয়েছে। যদিও সেঞ্চুরি থেকে কিছুটা দূরে ছিলেন, তবে শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেছেন। ঢাকা চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল এবং আসরে তাদের তৃতীয় জয় এটি।
ঢাকার রান তাড়ার শুরু ছিল খুবই কার্যকর। ওপেনিং জুটিতে লিটন দাস ও তানজিদ তামিম ৭৫ রানের পার্টনারশিপ গড়েন। যদিও লিটন তৃতীয় ম্যাচেও বড় কিছু করতে পারেননি এবং ২৫ রানে আউট হয়ে ফিরেন। তবে তানজিদ একাই ঢাকা ক্যাপিটালসের ইনিংস চালিয়ে যান। ২৬ বলে তিনি ফিফটি পূর্ণ করেন এবং ইনিংসের শেষ পর্যন্ত ৫৪ বলের ৯০* রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে ছিল সাতটি ছক্কা ও তিনটি চারের মার।
এর আগে, চিটাগং কিংস টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের শুরুটা ছিল ধীরগতির। দুই ওপেনার নাঈম ইসলাম ও যুবাইদ আকবরী মিলে ৭ ওভারে মাত্র ৪০ রান তুলে। পরবর্তীতে গ্রাহাম ক্লার্কের ৩ নম্বরে উঠে আসা কিছুটা রানের গতি বৃদ্ধি করলেও বড় সংগ্রহের ভিত গড়ে তুলতে পারেননি কেউ। ঢাকার স্পিনার মোসাদ্দেক হোসেন এবং নাজমুল অপু তাদের ভালো বোলিংয়ে মিডল অর্ডারে তিন ব্যাটারকে ৭ রানের ব্যবধানে ফিরিয়ে দেয়। এই চাপের মধ্যে হায়দার আলীর ১১ বলে ১৬ এবং মিঠুনের ৮ বলে ১২* রান কিছুটা সংগ্রহ যোগ করে চিটাগং কিংসকে ১৪৮ রান পর্যন্ত সীমাবদ্ধ রাখে। ঢাকার স্পিন তুরুপের তাস, মোসাদ্দেক ও অপু দুজনেই দুটি করে উইকেট নেন।
শেষ পর্যন্ত ১৪৮ রানের লক্ষ্য ঢাকার জন্য কোনো সমস্যা হয়নি, বিশেষ করে তানজিদ তামিমের চমৎকার ইনিংসে। চট্টগ্রামে টানা দুই ম্যাচে জয় লাভ করার ফলে ঢাকার কৃতিত্বের সংখ্যা এখন তিন।
Leave a Reply