free tracking

My Blog

My WordPress Blog

ইসলামী আন্দোলনের মিডিয়া সেল গঠন!

ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ মাধ্যমের গুরুত্ব অনুধাবন করে মিডিয়ার সাথে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মিডিয়া সেল গঠন করেছে।

গঠিত কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক মনোনিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আর প্রধান সমন্বয়ক মনোনিত হয়েছে কে এম শরীয়াতুল্লাহ।

সেলের সদস্য মনোনীত হয়েছেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক খাইরুল কবীর, যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাইখ আবু বকর সিদ্দিক আল মাদানী সহ শ্রমিক আন্দোলন, আইনজীবী পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর প্রচার সম্পাদকবৃন্দ।

জানা যায়, ইসলামী আন্দোলন মনে করে সংবাদ মাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ।

গণমাধ্যমের স্বাধীন ও নিরপেক্ষ কার্যক্রম জাতীর গতিপথ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে। সংবাদ মাধ্যমের স্বার্থ সংরক্ষণে সক্রিয় থাকার লক্ষে এ মিডিয়া সেল গঠন করা হয়েছে।