প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সুদভিত্তিক ডিপিএস করা হারাম এবং সুদী স্কিমে টাকা রেখে সুদ নেওয়াও হারাম।
তিনি আরও বলেন, যদি আপনি সুদী লেনদেনের মাধ্যমে টাকা উপার্জন করেন, তবে তা ইসলামি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। আপনি যদি জানতেন না, তবুও টাকা রাখার ফলে সুদ পাওয়া এবং সেটা দিয়ে দান করা ইসলামের বিধির পরিপন্থী।
তিনি স্পষ্টভাবে জানান, যদি আপনার উদ্দেশ্য শুধুমাত্র গরিবদের সাহায্য করা হয়, তবে সুদী ব্যাংক বা সুদভিত্তিক অন্য কোনো স্কিমে টাকা রেখে সেই টাকা দিয়ে দান করা জায়েজ হবে না। অর্থাৎ, ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও এই পদ্ধতিটি ইসলামি শাস্ত্র অনুযায়ী সঠিক নয়।
ভিডিও লিংক: https://www.facebook.com/reel/559080933558472/?mibextid=9drbnH&s=yWDuG2&fs=e
Leave a Reply