বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।
রোববার (১৬ মার্চ) দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যা অব্যাহত থাকবে।
আগামীকাল, সোমবার (১৭ মার্চ) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এছাড়া, আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
Leave a Reply