free tracking

My Blog

My WordPress Blog

ডা. প্রাণ গোপালের মেয়েকে যেভাবে উদ্ধার করলো সেনাবাহিনী!

সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার পর তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব। তিনি জানান, সেনাবাহিনী তাকে বিশ্ববিদ্যালয় থেকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে তুলে নেয়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, সেনাবাহিনী ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে। তবে পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি আরও বলেন, যদি কোনো মামলা থাকে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের তার কার্যালয়ে ডা. অনিন্দিতাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত ছিল।

জানা গেছে, ডা. অনিন্দিতা দত্তের বিরুদ্ধে জুলাই মাসে গণহত্যার অভিযোগে মামলা রয়েছে। এদিন দুপুর সাড়ে তিনটা পর্যন্ত তিনি ওই কক্ষে অবরুদ্ধ ছিলেন।

ডা. অনিন্দিতা দত্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, “প্রাণ গোপাল স্যারের মেয়ে এখানে চাকরি করেন। তাকে আটকে রাখা হয়েছে, আমরাও তার সঙ্গে বন্দি হয়ে আছি। ঘটনাস্থলে আর্মি এসেছে, আমরা ঝামেলায় আছি।”

বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক জানিয়েছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় কয়েকটি মামলা হয়। মামলাগুলোর মধ্যে অনিন্দিতা দত্তও আসামি।

মামলার পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছিলেন। তবে গত দুদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *